আমাদের বাসা বাড়িতে আমরা কি পরিমান বিদ্যুৎ ব্যবহার করছি আর কি পরিমান বিল দিচ্ছি তা কি কখন ভেবে দেখেছি? তাই আজ আমি এটি সহজে বের করার উপায় বর্ননা করব।
প্রথমে দেখব বাসা বাড়িতে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কী পরিমান বিদ্যুৎ খরচ হচ্ছে। সাধারন একটি নমুনা নিচে দেওয়া হল-
১.লাইট = ১৫-২০০ watt
২.ফ্যান = ৫০-৮০ watt
৩.টেলিভিশন = ২৫-১৫০ watt
৪.ডেক্সটপ কম্পিউটার = ৮০-২৫০ watt
৫.ল্যাপটপ = ২০-৬০ watt
৭.রেফিজারেটর = ৮০-২০০ watt
৮.এসি =১০০০-৩০০০ watt
৯.আয়রন =৫০০-১০০০ watt
১০.পাম্প মোটর =১/৮-৩ HP (1 HP = 746 watt
১১.আমাদেরবাসাবাড়িতে বিদ্যুতের ভোল্টেজ =220 Volt
এবার মুল আলোচনায় আসি। বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হল-
বিদ্যুৎ বিল (ইউনিট)= P x T ÷ 1000
এখানে,
w অথবা P = বৈদ্যুতিক এনাজি অখবা বৈদ্যুতিক পাওয়ার ।
v = ভেল্টেজ
I= কারেন্ট [কারেন্টের একক অ্যামপিয়ারর্ =A]
T = সময় (ঘন্টা)
আবার,বিদ্যুতিক পাওয়ার অথবা ওয়াট, P= কারেন্ট (I) x ভেল্টেজ (V)
বিদ্যুত বিল (ইউনিটে)= বিদ্যুতিক পাওয়ার অথবা ওয়াট (P) x সময়[ঘন্টায়](T) ÷ 1000
T = বিদ্যুত দিনে কত ঘন্টা ব্যবহার করা হয়।
বৈদ্যুতিক এনাজির একক হচ্ছে কিলোওয়াট-আওয়ার (Kwh) বা ইউনিট।
তাহলে আমাদের প্রধান কাজ হল পাওয়ার বের করা
সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I÷1000 KW
থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I*√3÷1000 KW
তাহলে পাওয়ার বা ওয়াট বের করার পর, সময় গুন করে যে Result পাবেন সেটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা ইউনিট পেয়ে যাব।এই ইউনিটের সাথে এর দাম মানে প্রতি ইউনিটের দাম গুন করে, বিদ্যুত বিল টাকায় পেয়ে যাবেন।
উদাহরন : একটি বাসায় ৩০ওয়াটের ৫ টি লাইট দৈনিক ৮ ঘন্টা, ৬৫ওয়াটের ৩ টি পাখা দৈনিক ১২ ঘন্টা ,
৫০ওয়াটের ১টি টেলিভিশনদৈনিক ১০ ঘন্টা এবং পানির পাম্প ১/৮ ঐচ মোটর দৈনিক ৩ ঘন্টা করে চলে এবং লাইন ভোল্টেজ ২২০, তাহলে ঐ বাসায় ঐ মাসের বিদুৎ বিল কত ইউনট হবে?
সামাধান:
৩০ ওযাট লাইটের জন্য : W1=30*5*8=1200 watt
৬৫ ওয়াট পাখার জন্য : W2=65*3*12=2340 watt
৫০ ওয়াট টেলিভিশনের জন্য: W3=50*1*10=500 watt
১/৮ HP মোটরের জন্য : W4=(1/8)*746*3=279.75 watt
কারন, ১ HP=৭৪৬ ওযাট
১ দিনে মোট এনার্জি খরচ = W1+ W2+ W3+ W4
=( 1200 +2340 +500 +279.75 ) watt
=4319.75 watt
=(4319.75 ÷ 1000)kw
=4.32 Kw
৩০ দিনে মোট খরচ হয় = ৩০*৪.৩২ Kw
=১২৯.৬ Kw (ইউনিট)
1 ইউনিটর দাম যদি 5.53 টাকা হয় তাহলে 129.6 ইউনিট বিদ্যুত ব্যবহারের জন্য আপনার বিল আসবে, (129.6 x 5.53 )=716.45 টাকা ।
[বি:দ্র: 716.45 টাকা বিদ্যুৎ বিলের সাথে ট্রান্সফারমার ভাড়া, মিটার ভাড়া ইত্যাদি Charge যুক্ত করে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল তৈরি করা হয়।]
No comments